সাউথ ক্যারোলাইনায় প্রাইমারি আজ-রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে নাটকীয়তা by ইব্রাহিম চৌধুরী

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাছাই পর্বের ভোট (প্রাইমারি) নেওয়া হবে আজ ২১ জানুয়ারি। দলটিতে প্রার্থী মনোনয়ন দৌড় হঠাৎ করেই নাটকীয় হয়ে উঠেছে। সাবেক স্পিকার নিউট গিংরিচের প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদায় নিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি।


আজ শনিবার সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠেয় প্রাইমারি প্রার্থী রয়েছেন চারজন। এর মধ্যে জনমত জরিপে এগিয়ে থাকা ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রিপাবলিকান ফ্রন্ট রানার মিট রমনি এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।
সিএনএন পরিচালিত রিপাবলিকান প্রার্থীদের সরাসরি বিতর্কে মিট রমনির সম্পদ ও নিউট গিংরিচের ব্যক্তিগত জীবন প্রাধান্য পেয়েছে। বৃহস্পতিবার রাতে সিএনএন টেলিভিশনে অনুষ্ঠিত সরাসরি বিতর্কে হাজির হওয়ার আগে গিংরিচের জন্য বড় ধাক্কাটি আসে তাঁর সাবেক স্ত্রীর পক্ষ থেকে। মারিয়ান গিংরিচ এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক স্বামী গিংরিচের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, স্পিকার থাকা অবস্থায় গিংরিচ বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে বিবাহবিচ্ছেদ ঘটে। পরে ব্যক্তিগত সহকারীকে বিয়ে করেন তিনি।
সরাসরি বিতর্কের শুরুতেই স্পর্শকাতর এ বিষয়ই উপস্থাপন করেন সাংবাদিক জন কিং। এতে রীতিমতো রেগে গিয়ে গিংরিচ বলেন, এসব ধ্বংসাত্মক, হিংস্র ও নেতিবাচক প্রচারণা মিডিয়ার কারসাজি।
মিট রমনি তোপের মুখে পড়েন তাঁর আয়কর পরিশোধের বিবরণী প্রকাশ নিয়ে। ধনাঢ্য রমনি একজন গড়পড়তা আমেরিকানের চেয়ে কম কর পরিশোধ করেছেন, এমন প্রচারণা তাঁর বিরোধী পক্ষের।
সমালোচনার মুখে রমনি বলেন, এপ্রিল নাগাদ তিনি তাঁর কর পরিশোধের বিবরণী প্রকাশ করবেন।
সব মিলিয়ে সাউথ ক্যারোলাইনার বাছাই পর্বের ভোটে সবার দৃষ্টি এখন মিট রমনি ও নিউট গিংরিচের দিকে।

No comments

Powered by Blogger.