নাইট ক্লাবে প্রভা!
আবারও বেপরোয়া জীবন যাপনে মেতেছেন অভিনেত্রী প্রভা। রাজধানীর নাইটক্লাবের ঝলমলে অর্ধনগ্ন পার্টিতে এখন তার সচারচর যাতায়াত।
জানা
গেছে, বিয়ের প্রথম কয়েকমাস প্রভা মোটামুটি নিয়মের মধ্যে থাকলেও, এখন কোনো
নিয়মের তোয়াক্কা করছেন না তিনি। পার্টিতে কখনো কখনো সঙ্গী হচ্ছেন ব্যবসায়ী
স্বামী শান্ত। আবার স্বামীর অজান্তে সঙ্গে থাকছে একাধিক বন্ধুবান্ধব।

প্রভার পার্টিতে যাওয়া নিয়ে পরিবারের লোকজন এর আগে সর্তক করলেও, স্বামী পক্ষে থাকার কারণে তেমন কোনো অশান্তির সৃষ্টি হয়নি। তবে গত কয়েকদিন ধরে এসব নিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে প্রভাকে।
No comments