সেনাবাহিনীর চাকরিচ্যুত কবির ডাকাত দলের নেতা, সহযোগীসহ গ্রেফতার

প্রকৃত নাম কবির হোসেন, ছদ্মনাম তুহিন, বয়স (৩২)। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্পোরাল। অসদাচরণের দায়ে চাকরিচু্যতির পর ডাকাতি করাই ছিল তার পেশা।
এ কাজে সহযোগী হিসেবে বেছে নেয় বরিশালের ইউসুফ (২৮), রাজশাহীর রায়হান প্রামাণিক (২৫) ও আজাদকে (৩৯)। তারা রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস ও ডাকাতি করত। বুধবার সকালে নগরীর হেতেম খাঁ ও পুঠিয়া থেকে তাদের গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় ডাকাতির কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে নগরীর তেরখাদিয়া কলেজপাড়ার কম্পিউটার ব্যবসায়ী সোহেল মিয়ার ৯০৭/১ নম্বর বাসায় ডাকাতি হয়। সশস্ত্র ডাকাতরা গৃহকর্তাকে কুপিয়ে জখম এবং ২৫ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মাল লুট করে। এ ঘটনায় ১২ ফেব্রম্নয়ারি সোহেল আহমেদের ভগি্নপতি আব্দুল গফুর রাজপাড়া থানায় মামলা করেন। মামলা তদনত্মের দায়িত্ব পান রাজপাড়া থানার এসআই কামরুজ্জামান। তদন্তের শুরুতেই তিনি ডাকাতদের নাম জানতে পারেন। এক মাস চেষ্টার পর বুধবার সকালে প্রথমে রায়হান ও আজাদকে পুঠিয়া থেকে এবং পরে হেতেম খাঁ এলাকার ৩৯৪/১ নং বাসা থেকে কবির হোসেন ও ইউসুফকে গ্রেফতার করা হয়।

No comments

Powered by Blogger.