বিএনপি অফিসের সামনে ৫ পেট্রোল বোমা ককটেল অস্ত্র উদ্ধার, ২ ক্যাডার আটক- হবিগঞ্জে গ্রুপিং তুঙ্গে

বিএনপি দু'গ্রুপের দ্বন্দ্বের খেসারত দিতে যাচ্ছিল হবিগঞ্জের সাধারন মানুষ। তবে পুলিশের দতা ও সময়োপযোগী সাহসী পদেক্ষেপ বিএনপি অফিস সংলগ্ন এলাকা থেকে পাঁচটি তাজা পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রাদি উদ্ধারসহ দু'
সন্ত্রাসী আটক হওয়ায় একটি বড় ধরনের অঘটন থেকে রা পেল হবিগঞ্জের মানুষ। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নীলনক্সা রোধ করতেও সম হয়েছে পুলিশ প্রশাসন। এ ঘটনায় জড়িত দুই বিএনপির ক্যাডাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়ার নির্দেশে ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে সাদা পোশাকধারী ডিবি ও সদর থানা পুলিশের যৌথ একটি টিম সন্ত্রাসী পাকড়াওয়ে হবিগঞ্জ শহরে মোটরসাইকেলযোগে টহল দিতে থাকে এবং জেলা বিএনপি অফিসের আশপাশ এলাকাকে কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসে। সন্ধ্যা প্রায় ৭ টার দিকে জেলা বিএনপির (সুজাত গ্রম্নপ) একটি জঙ্গী মিছিল জেলা বিএনপির অপর গ্রম্নপ নেতা ও সাধারন সম্পাদক পৌর মেয়র জিকে গউছের বিরম্নদ্ধে অশস্নীল ও কুরম্নচিপূর্ণ নানা সেস্নাগান দিয়ে শহর প্রদণি করছিল। মিছিলটি শহরের মুসলিম কোয়াটর্ার এলাকা অক্রিমের সময় ওই টহল পুলিশ সন্দেহজনক মোটরসাইকেল আরোহী ব্যাগ হাতে ৫/৭ যুবককে ধাওয়া করে। এতে ওরা ভীত হয়ে ব্যাগগুলো ফেলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। পুলিশও তাদের পিছু নেয় এবং অনেকে পালাতে সম হলেও মাহবুবুল আলম মান্না ও মালেক নামে দু'যুবককে ধরে ফেলে। পরে আটক যুবকদ্বয়কে থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছেন এএসপি নইমুল হাসানসহ পুলিশের একাধিক কর্মকতর্া ও ফায়ার ব্রিগেডের সদস্যরা। তারা আশপাশের বাসা-বাড়িসহ সাধারণ মানুষকে নিরাপত্তার চাদরে নিয়ে আসেন। পরে সাবেক অর্থমন্ত্রী শাম্্স্ কিবরিয়ার বাসভবনের প্রায় দেড়-দু'শ' গজ দূরবতর্ী বিএনপি অফিসের পাশ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে ৫টি ছোট-বড় শক্তিশালী তাজা পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্রাদি উদ্ধার করে পুলিশ। এর আগে পলিশ শহরের একই স্থান থেকে আরও একটি চাপাতি ও ককটেলসহ দেশীয় আরও কিছু অস্ত্র উদ্ধার করে। ওসি জানায়, আটককৃতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং ক্যাডার ও বড় ধরনের সন্ত্রাসী। আটককৃতরা সম্ভবত বিএনপির সুজাত মিছিলে হামলার প্রস্তুতি নিয়েছিল।

No comments

Powered by Blogger.