চলতি বছরেই আইপ্যাড ৫ ও আইফোন ৫এস!

অ্যাপল কম্পিউটারের তৈরি আইপ্যাডের নতুন সংস্করণ আইপ্যাড ৫ ও আইফোন ৫এস চলতি বছরেই বাজারে আসছে বলে জানা গেছে। পঞ্চম প্রজন্মের সুবিধাসংবলিত দুটি ডিভাইস সম্পর্কে সম্প্রতি তথ্য প্রকাশিত হয়েছে।
অ্যাপলের পণ্য নিয়ে সংবাদ দেওয়া প্রতিষ্ঠান আইলাউঞ্জে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন আইপ্যাডের আকৃতি হবে ছোট। এর আগের যেকোনো আইপ্যাডের চেয়ে ছোট আকৃতির হলেও এতে থাকবে উন্নত সব সুবিধা। নতুন বেশ কিছু বৈশিষ্ট্যও যুক্ত হবে ডিভাইসটিতে। নানা সুবিধার মধ্যে এতে ওপরে ক্যামেরা এবং নিচে হোম বাটন থাকছে। তবে এ দুটি বোতাম এমনভাবে থাকছে, যা শুধু রাখার জন্যই রাখা হয়েছে।
পাতলা এবং আগের সংস্করণগুলোর চেয়ে ছোট আকৃতির অনুযায়ী বিভিন্ন যন্ত্রাংশও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এর প্রসেসরই হবে চতুর্থ প্রজন্মের শক্তিযুক্ত। আরও উন্নত পর্দা, কম ওজন ও উন্নত সুবিধাই নতুন আইপ্যাডকে জনপ্রিয় করতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
এর পাশাপাশি আইফোনের নতুন সংস্করণ ৫এস আসছে বলেও জানা গেছে। নতুন এ সংস্করণ আইফোন ৫-এর মতো দেখতে হলেও এতে থাকছে প্লাস্টিকের মোড়ক। আরও থাকছে উন্নত ও বড় ফ্ল্যাশ লাইটের সুবিধা। প্লাস্টিক মোড়কের ফলে এর দামও কম হবে।
তবে এসব খবরের ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষ কিছু জানায়নি। এখন অপেক্ষায় থাকতে অ্যাপলপ্রেমীদের।
—আইলাউঞ্জ অবলম্বনে কাজী আলম

No comments

Powered by Blogger.