ক্যারিয়ার- ফার্মাসিস্ট হতে হলে...

বর্তমান সময়ের চাহিদাসম্পন্ন বিষয় ফার্মেসি। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। চাইলে আপনিও পড়তে পারেন এ বিষয়ে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এ বিষয় পড়ানো হয়। এর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। আসুন জেনে নেই এ বিষয়ে পড়ার বিস্তারিত। শুরুর কথা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগ চালু করা হয়। ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি বিভাগ তেমনি দক্ষ ও উপযুক্ত ফার্মাসিস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত। এতে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় ও আধুনিক পুস্তক সংবলিত গ্রন্থাগার। দেশের বরেণ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ ও নবীন শিক্ষকরা এই বিভাগে শিক্ষাদানের সঙ্গে জড়িত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে সাফল্যের সঙ্গে কৃতকার্য হওয়া ফার্মাসিস্টরা দেশের বিভিন্ন ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কেন পড়বেন : বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে উৎপাদিত ওষুধ দেশের চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি দেশে রফতানি হচ্ছে। ওষুধ উৎপাদন, মাননিয়ন্ত্রণ ও বিপণনে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম। সারাবিশ্বে ফার্মাসিস্টদের সঙ্কট রয়েছে। ফার্মাসিস্টরা দেশের বাইরে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বর্তমানে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ফার্মাসিস্টরা সুনামের সঙ্গে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বাংলাদেশ থেকে ফার্মাসিস্টদের নিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। দেশে বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে ৫০০০-এর অধিক ফার্মাসিস্টের প্রয়োজন রয়েছে, যা পূরণ করতে প্রায় ১০ থেকে ১৫ বছর লেগে যাবে অর্থাৎ ফার্মেসি পাসের পর এই পেশায় কর্মজীবনের ভবিষ্যত উজ্জ্বল। সুযোগসুবিধা : এখানে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি এবং আধুনিক পুস্তক সংবলিত গ্রন্থাগার। যোগাযোগ : বাড়ি-৪, সড়ক-১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০১৬৭০৭৬১৭১৯, ০১৯৩৯৮৫১০৬০। নূর আলম ভূইঁয়া

No comments

Powered by Blogger.