মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছেলে রেজা কিবরিয়া- অসম্পূর্ণ তদন্তে কিবরিয়া হত্যার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ছেলে রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, অসম্পূর্ণ তদন্তের ওপর ভিত্তি করে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই তদন্ত প্রতিবেদন তাঁরা প্রত্যাখ্যান করবেন বলে জানান তিনি। গতকাল রোববার বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেজা কিবরিয়া এসব কথা বলেন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া বিএফডিআরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রেজা কিবরিয়া আরও বলেন, ‘আমার বাবার হত্যা মামলার এ যাবৎ করা তদন্তে এই ঘটনার পেছনে কারা ছিল, কোত্থেকে গ্রেনেড এল, তা আজও উদ্ঘাটিত হয়নি। এখনো তদন্তে কোনো অগ্রগতি দেখছি না।’
রেজা কিবরিয়া বলেন, ‘বাবার হত্যাকাণ্ডের সাক্ষীরা ভয়ে তদন্তকাজে মুখ খুলতে চান না। এই হত্যার বিচার একদিন হবেই—এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, বিচার চেয়ে আমরা লড়াই চালিয়ে যাব।’

No comments

Powered by Blogger.