হাজারীবাগে হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

 রাজধানীর হাজারীবাগে জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম আব্দুর রাকিব খান (৪৩)। পুলিশ জানায়, ঝিগাতলার নতুন রাসত্মায় সে সন্দেহজনক ঘোরাফেরা করছিল।
এ সময় পুলিশ তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। পরে সে হিযবুত তাহরীর সদস্য বলে দাবি করে। হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাকিব খানের ঝিগাতলার আব্দুল হাই রোডের ৪৪-৩ এবং বাসায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরসহ বিভিন্ন ইসলামী সংগঠনের বই, জিহাদী বইসহ গুরম্নত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হাজারীবাগ থানার ওসি এনাম জনকণ্ঠকে জানায়, ৩/৪ মাস আগে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। দেড় মাস জেল খেটে পুনরায় সে হিযবুত তাহরীর সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। সরকারের বিরম্নদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল সে। তাকে ১ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তার পিতার নাম আঃ রহমান। মাতা শামছুন্নেছা। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ধনুয়া গ্রামে।

No comments

Powered by Blogger.