বিকেল সাড়ে তিনটা

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে যুক্তরাজ্যের অনেক নারীকে সবচেয়ে বেশি বয়স্ক মনে হয় বলে দাবি করেছেন একদল গবেষক। প্রতি সপ্তাহে বুধবার প্রতি দশজনের একজন সবচেয়ে ক্লান্ত থাকেন।
ত্বক বিশেষজ্ঞ নিকোলা জসের মতে, পুরো সপ্তাহের শর্করাজাতীয় খাবার ও মদ্য পানের প্রভাব বুধবার বিকেলে সবচেয়ে বেশি পড়ে। দ্বিতীয়ত, যুক্তরাজ্যের নারীদের ছুটির দিনে রোববার ঘুরে বেড়ানো ও মদ্য পানের কারণে শরীরে ক্লান্তিকর একটি প্রভাব ৭২ ঘণ্টা পর সবচেয়ে প্রকট হয়। এ ছাড়া ৩৭ শতাংশ নারী জানিয়েছেন, ছুটির দিনে তাঁদের ভালো ঘুম হয় না। এই ঘুম না হওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়ে তাঁদের ত্বকে। এই প্রভাব সবচেয়ে প্রকট দেখা দেয় বুধবার বিকেলে। টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.