‘হ্যালো, রাজ্জাক ভাই জন্মদিনের শুভেচ্ছা’

গতকাল বুধবার ছিল নায়ক রাজ্জাকের ৭২তম জন্মদিন। কেমন আছেন তিনি, তা জানতে চাইলাম আমরা। ‘হ্যালো, রাজ্জাক ভাই, প্রথম আলোর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।’
টেলিফোনের অন্য প্রান্তে নায়ক রাজ্জাকের মুখে হাসি। ‘ধন্যবাদ।’ ‘দিনটা কীভাবে শুরু হলো?’
‘সকাল থেকেই ভক্তদের আনাগোনা ছিল। অনেক ফোন পেয়েছি। চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এখন আর আগের মতো জন্মদিন হয় না। আমার পরিবারের সদস্যসংখ্যাই তো ২৫ জন। বাড়িতেই কিছু করা হবে।’
‘ভাবি আপনাকে কী উপহার দিলেন?’
আবার হাসি। ‘শুভেচ্ছা জানাল। আর উপহার? ওর কাছ থেকে তো সারা জীবনই উপহার পেয়ে এসেছি।’
‘আপনি একসময় ছিলেন অতুলনীয় নায়ক। সেই সময়টার কথা মনে পড়ে?’
‘পড়ে না আবার! সেটা ছিল আমাদের চলচ্চিত্রের স্বর্ণযুগ। অসাধারণ সব মানুষের সংস্পর্শে ছিলাম তখন। আমরা উর্দু ছবির জায়গায় বাংলা ছবিকে দাঁড় করানোর জন্য যুদ্ধ করেছি। কখনো কখনো দিনে ২০ ঘণ্টাও কাজ করেছি। এফডিসিতে ছিল একটি মাত্র ফ্লোর। এখন ফ্লোরের সংখ্যা বেড়েছে, কিন্তু সেই চলচ্চিত্র আর নেই। খারাপ লাগে।’
‘আপনার শরীর কেমন?’
‘আমি সুস্থ আছি। আমার উচ্চ রক্তচাপ নেই, হার্টের সমস্যা নেই। বেশ আছি।’
‘আপনি অনেক দিন আমাদের মাঝে থাকুন, অনুপ্রেরণা হয়ে থাকুন—এই কামনাই করি।’
‘আপনাদের ভালোবাসা থাকলে আমি আপনাদের মাঝেই বেঁচে থাকব।’

No comments

Powered by Blogger.