চিয়াওবোর মুক্তি চেয়ে চিনপিংকে চিঠি

নোবেল বিজয়ী ও চীনের মানবাধিকারকর্মী লিউ চিয়াওবোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের ১৩৪ জন নোবেল বিজয়ী। গত মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি চিনপিংকে দেওয়া এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান।
একই দিনে একই আহ্বান জানিয়ে প্রেসিডেন্টকে আরো একটি চিঠি দিয়েছেন চীনের অর্ধশত লেখক, মানবাধিকারকর্মী ও আইনজীবী।
নোবেল বিজয়ীরা তাঁদের চিঠিতে চিনপিংয়ের উদ্দেশে বলেন, 'শান্তিতে নোবেল পাওয়া পৃথিবীর একমাত্র কারাবন্দিকে মুক্তি দেওয়ার জন্য আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।'
চিঠিতে নোবেল বিজয়ীদের মধ্যে তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা, দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু, যুক্তরাষ্ট্রের টনি মরিসন স্বাক্ষর করেন।
এদিকে চীনের অর্ধশত লেখক, মানবাধিকারকর্মী ও আইনজীবী পৃথক এক চিঠিতে চিনপিংয়ের কাছে চিয়াওবোর মুক্তির আহ্বান জানান।
চিয়াওবো ২০১০ সালে শান্তিতে নোবেল পান। কিন্তু তার আগেই ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাঁকে কারাবন্দি করা হয়। এ ছাড়া একই ধরনের অভিযোগে তিনি ১১ বছর কারাবন্দি ছিলেন। তাঁর স্ত্রী লিউ চিয়া বর্তমানে গৃহবন্দি আছেন। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.