সিসিমপুর- মিস বর্গীয় জ ইকরি

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।
‘শিকুর বলতে পারো’ অনুষ্ঠানে নির্ধারিত আসনে উপস্থাপক শিকু আর পাশে আজকের অতিথি ইকরি বসা। সামনে ফুলদানিতে ফুল রাখা আছে।
শিকু দর্শকদের বলল, বন্ধুরা, ‘শিকুর বলতে পারো’ অনুষ্ঠানে তোমাদের স্বাগত। আজকের অতিথি মিস ‘বর্গীয় জ’ ইকরি...। ইকরি বর্ণ ‘বর্গীয় জ’ দিয়ে শুরু হয় এমন তিনটি জিনিসের নাম বলবে। তাহলে শুরু করছি...
ইকরি শিকুকে থামিয়ে দিয়ে বলল, বাহ্! কী সুন্দর ফুল।
শিকু বলল, এগুলো জবা ফুল। আরে! জবা শুরু হয় বর্ণ ‘বর্গীয় জ’ দিয়ে।
ইকরি বলল, ঠিক।
শিকু বলল, অনুষ্ঠান শুরু করি?
ইকরি বলল, শুরুর আগে আমার একটু পানি দরকার।
শিকু বলল, অবশ্যই। পানি হাজির...
সহকারী এক জগ পানি এনে সামনে রাখল।
শিকু হঠাৎ জগটা খেয়াল করে বলল, জগ! জগ শুরু হয় বর্ণ ‘বর্গীয় জ’ দিয়ে!
ইকরি বলল, অবশ্যই! কিন্তু ইকরি কিছু খেতে চায়।
শিকু বলল, ইকরি এবার অনুষ্ঠান শুরু করি। সময় চলে যাচ্ছে।
ইকরি বলল, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে উপস্থাপক শিকু।
শিকু হতাশ হয়ে বলল, আচ্ছা, ঠিক আছে...ইকরির জন্য খাবার হা...জি...র...
সহকারী টেবিলে জাম্বুরা এনে রাখল।
শিকু জাম্বুরার দিকে তাকিয়ে বলল, অবাক কাণ্ড! জাম্বুরাও তো শুরু হয় বর্ণ ‘বর্গীয় জ’ দিয়ে।
ইকরি মাথা দুলিয়ে বলল, একদম ঠিক। ইকরি জাম্বুরা খেতে খুব পছন্দ করে। সবাইকে ধন্যবাদ।
ইকরি উঠে দাঁড়ালে শিকু বলল, আরে আরে, যাচ্ছো কেন? অনুষ্ঠান শুরু করি!
ইকরি বলল, অনুষ্ঠান তো শেষ।
শিকু অবাক হয়ে বলল, তার মানে?
ইকরি ‘বর্গীয় জ’ দিয়ে শুরু হয় এমন তিনটি জিনিসের নাম বলে ফেলেছে। জবা, জগ, জাম্বুরা।
ইকরি চলে যায়। শিকু হতাশ হয়ে দর্শকদের বলল, দর্শকমণ্ডলী, অনুষ্ঠান শেষ। দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে। আর আগামী অনুষ্ঠানে এমন অতিথি আর থাকবে না!

No comments

Powered by Blogger.