আটক ছয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে

গণধর্ষণের অভিযোগে আটক ছয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। দামিনী মারা যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার জানান, হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পর যত শিগগির সম্ভব আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।
প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ভারতীর দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩০৭ ধারায় হত্যার চেষ্টা, ২০১ ধারায় আলামত নষ্ট করা, ৩৬৫ ধারায় অপহরণ চেষ্টা, ৩৭৬ (২) (ছ) ধারায় গণধর্ষণ ও ৩৭৭ ধারায় পাশবিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ৩৯৪ ও ৩৪ ধারায়ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহের প্রথম দিকেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.