সাজানো ছিনতাইয়ের ঘটনা ॥ নওগাঁয় গণপিটুনিতে দুই ভাই নিহত

 জেলার নিয়ামতপুর উপজেলার বেগুনবাড়ি শিয়ালীপাড়ার একটি স্থানীয় সমিতির সভাপতি ও কোষাধ্যক্ষের যোগসাজশে সাজানো ছিনতাইয়ের ঘটনা ঘটাতে গিয়ে গণপিটুনিতে সহোদর ২ ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোঃ শাহাবুদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিয়ামতপুর উপজেলার বামুনবাজার এলাকার বেগুনবাড়ি শিয়ালীপাড়া নামে একটি স্থানীয় সমিতির মাধ্যমে টাকা সঞ্চয় এবং তা সদস্যদের মধ্যে ঋণ বিতরণে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই সমিতির সভাপতি সোহেল রানা এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তাদের যোগসাজশে অর্থ ছিনতাইয়ের পরিকল্পনা অনুযায়ী ১০-১২ জনের একটি ছিনতাইকারী দল সমিতি কার্যালয়ে হামলা চালিয়ে সমিতির প্রায় ৪ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সহোদর ২ ভাই সাইদুর রহমান ও মাঈনুল ইসলাম গ্রামবাসীর হাতে ধরা পড়ে। গ্রামবাসীরা তখন তাদের বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে গণপিটুনিতে তারা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাইদুর ও মাঈনুল বিজলী গ্রামের ওসমান আলীর পুত্র। উল্লেখ্য, সমিতির সভাপতি সোহেল রানা নিহতদের আপন চাচা। ওসি জানান, এলাকাবাসীর ধারণা এই ঘটনার সঙ্গে বেগুনবাড়ি সমিতির সভাপতি সোহেল রানা ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনার পর থেকে সোহেল রানা ও জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে।

No comments

Powered by Blogger.