৮০০ বছরের পুরনো কঙ্কাল

মেক্সিকোর মধ্যাঞ্চলে ৮০০ বছর আগে কবর দেওয়া কিছু মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন প্রত্নতাত্তি্বকরা। ধারণা করা হচ্ছে, শিশু ও পূর্ণবয়স্ক ১২ জন মানুষের কঙ্কাল রয়েছে সেখানে। প্রাচীন শহর চোলুলায় পয়োনিষ্কাশনের একটি নালা খননের সময় এসব কঙ্কাল পাওয়া গেছে।
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়।
মেক্সিকোর রাজধানী শহর থেকে ১২০ কিলোমিটার উত্তরে প্রাচীন শহর চোলুলার কাছে নর্দমা খোঁড়ার সময় কঙ্কালের সন্ধান পাওয়া যায়। এর আগে চলতি মাসের ৮ তারিখে একই জায়গা থেকে প্রথমবার মাথার খুলি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার মৃত ১২টি মানুষের কঙ্কালের সন্ধান পাওয়া যায়।
প্রত্নতত্ত্ববিদ আসুনি রোমেরো বার্টন বলেন, আশ্চর্যজনকভাবে কঙ্কালগুলো এখনো ধ্বংস হয়নি। বেশির ভাগ কঙ্কালই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষণাগারে তাদের পরীক্ষা করে লিঙ্গ নির্ধারণ করা যাবে।
রোমেরো উল্লেখ করেছেন, ৮০০ বছর আগে এই অঞ্চলে তলটেকা-চিচিমেকা এবং ওলমেকা-সিকালাঙ্কা সংস্কৃতির লোক বাস করত। তাঁর ধারণা, এই কঙ্কাল তাদেরই হবে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে এর পাশের অন্য একটি জায়গা থেকে প্রায় ৭০০ বছরের ১৭টি কঙ্কাল খুঁজে পাওয়া যায়। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.