বিমানে সিডিউল বিপর্যয়- সিলেট বিমানবন্দরে- আটকা পড়েছে- আরও ২৭০ যাত্রী

 সিলেটে সিডিউল বিপর্যয় এখনও কেটে উঠতে পারেনি বিমান কর্তৃপক্ষ। এ বিপর্যয়ের ফলে শনিবার আটকে পড়ে পূর্বের যাত্রীসহ ২৭০জন।
গত কয়েকদিন ধরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত যাত্রীর। শনিবার সকালে সিলেট থেকে বিমানের দুটি ফ্লাইটে আগে-পরের ৬০০ যাত্রীকে ঢাকায় পাঠানো হলেও শুক্রবারে আটকে পড়া যাত্রীদের মধ্যে ৫০জনকে পাঠানো হয়নি। এর সঙ্গে যোগ হয়েছে নতুন করে আরও ২৫০যাত্রী। এই ২৫০জনকে সন্ধ্যে ৬টা ২০মিনিটে পাঠানোর কথা থাকলেও ওই ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের রাতে পাঠানো হবে সান্ত¡না দিয়ে তাদের হোটেলে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে তাদের ঢাকায় পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এক সপ্তাহ ধরে ঢাকা-সিলেট ও সিলেট-লন্ডন রুটে ভেঙ্গে পড়েছে বিমানের ফ্লাইট সিডিউল। এই সময়ের মধ্যে প্রতিদিনই কোন না কোন ফ্লাইট বাতিল হচ্ছে।

No comments

Powered by Blogger.