লাদেনও ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনও পাকিস্তানের দুর্নীতির জাল থেকে মুক্ত থাকতে পারেননি। অ্যাবোটাবাদ শহরে যে বাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়িটি নির্মাণ করতে পাকিস্তানি এক রাজস্ব কর্মকর্তাকে ৫০ হাজার রুপি ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পাকিস্তানের উর্দু ভাষার পত্রিকা জং ওসামার ডায়রির বরাত দিয়ে গতকাল বুধবার এ তথ্য জানায়।
মার্কিন বাহিনীর কমান্ডো অভিযানে গত বছর ২ মে পাকিস্তানে নিহত হন ওসামা বিন লাদেন (৫৪)। পরিবারের সদস্যদের নিয়ে অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। ওসামার মৃত্যুর পর ওই বাড়ি থেকে তাঁর ডায়রিসহ প্রায় এক লাখ ৩৭ হাজার দলিল জব্দ করা হয়। বাড়িটি এ বছরের শুরুতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দৈনিক জং জানায়, অ্যাবোটাবাদে তিন তলা বাড়ি, ১৪ ফুট উঁচু সীমানা প্রাচীর ও লোহার একটি বেড়া তৈরি করিয়ে ছিলেন ওসামা। তবে এগুলো তৈরির অনুমতি পেতে স্থানীয় এক রাজস্ব কর্মকর্তাকে ৫০ হাজার রুপি ঘুষ দিতে হয়েছিল তাঁকে। নিজের লোকদের মাধ্যমে এই ঘুষ দেন তিনি। ডায়রিতে ওসামা এই ঘটনার বর্ণনা দিয়েছেন।
ওসামা প্রায় প্রতিদিনই ডায়রি লিখতেন বলে জং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.