ঘরজামাই by মাকিদ হায়দার

বিয়ের আগে কেউ বলেনলোভীর ছেলে, ভীষণ লোভী।
ডাঁশ মশার নাতজামাই।
বসলে খেতে দিতেই হবে
লুচির সাথে রসমালাই।

বিয়ের আগে কেউ বলেনি।

তার চাহিদা অনেক কিছু,
ভাদর মাসে তালের পিঠা
বোশেখ মাসের পাকা লিচু
থাকতে হবে তাহার পাতে।

কেউ বলেনি বিয়ের রাতে

বিপদগুলো বলব মাকে
বলতে গেলে পাড়ার লোকে
বলবে হেসে, দাও না ভাই
একটু খেয়ে না হয় দেখি
তোমার কেনা রসমালাই।

ঠিক তখুনি ময়রা এসে
আদুল গায়ে বলল হেসে।
কেউ খাবে না রসমালাই
খাবে আমার ঘরজামাই।

No comments

Powered by Blogger.