বাজারে নতুন

বসন্ত বিলাপ লেখক: হুমায়ূন আহমেদ দাম: ২৬০ টাকা প্রকাশক: প্রথমা প্রকাশন প্রথম আলো প্রকাশের একেবারে শুরু থেকেই এই পত্রিকার বিভিন্ন বিভাগে বিচিত্র বিষয়ে লিখেছেন হুমায়ূন আহমেদ। গল্প-উপন্যাস তো বটেই, এর বাইরেও তাঁর বেশ কিছু রচনা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।
সে রকম বেশ কিছু ছোট আয়তনের গদ্য রচনা এ সংকলনে অন্তর্ভুক্ত হলো। কিছু লেখায় সমকালীন বিষয়ে লেখকের মতামত সরাসরি প্রতিফলিত হয়েছে, কোনো কোনো রচনায় তিনি তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করেছেন।

আমার সাহিত্য-জীবন
লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশক: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি
দাম: ২৬০ টাকা
বাংলা কথাসাহিত্যের অন্যতম কাল-নির্ণায়ক নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্ম ১৮৯৮ সালের ২৩ জুলাই বীরভূমের লাভপুর গ্রামে। যৌবনে দেশমুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেছিলেন। জেলখানায় বসে উপন্যাসের শুরু। পরবর্তীকালে বহু অবিস্মরণীয় গল্প-উপন্যাস লিখেছেন তিনি।

বিয়ন্ড দি লাইন্স
লেখক: কুলদীপ নায়ার
প্রকাশক: ডেইলি স্টার বুকস
দাম: ৬০০ টাকা
বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে তখন কুলদীপ নায়ার এক তরুণ আইনজীবী, চোখের সামনে তিনি দেখেন যুগের পর যুগ বংশপরম্পরায় একসঙ্গে বসবাস করে আসা হিন্দু-মুসলমানের সম্পর্ক ভেঙে যাচ্ছে। তিনি নিজেও একপর্যায়ে রক্তাক্ত পাঞ্জাব হয়ে দেশান্তরী হতে বাধ্য হন। চলে আসেন দিল্লিতে। নতুন দেশে সাংবাদিক হিসেবে শুরু হয় তাঁর নতুন জীবন। কুলদীপ নায়ারের আত্মজীবনী।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।

No comments

Powered by Blogger.