যুদ্ধাপরাধের অভিযোগ থেকে রামুশের অব্যাহতি

কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুশ হারাদিনাজ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার তাকে অব্যাহতি দেন।
একই অভিযোগ থেকে কসোভোর সাবেক দুই কমান্ডার ইদ্রিজ বালাজ ও লাহি ব্রাহিমাজও খালাস পেয়েছেন।
ওই তিনজনের বিরুদ্ধে রোমা, সার্ব ও আলবেনিয়ানদের হত্যা এবং নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী, ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চলা স্বাধীনতা যুদ্ধের সময় ওই তিনজন এসব অপরাধ করেছিলেন। কেঁৗসুলিরা তাঁদের ২০ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে অভিযোগের পক্ষে তাঁরা পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারেননি।
এ ছাড়া এ তিনজনের বিরুদ্ধে কসোভোর পশ্চিমাঞ্চলে কসোভো লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে বন্দিশিবির পরিচালনার অভিযোগ রয়েছে। ওই শিবির থেকে ৩৯টি মৃতদেহও পাওয়া যায়।
সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.