জামায়াতকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: আশরাফ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান। তিনি জানান, যুদ্ধাপরাধের বিচার দ্রুত করতে সরকার সচেষ্ট রয়েছে।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ জানান, সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিলেট জেলায় ৭১০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ করেছে। এর মধ্যে শুধু বিশ্বনাথ উপজেলায়ই হয়েছে ১৪০ কোটি টাকার কাজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট জেলার সভাপতি আব্দুজ জহির চৌধুরী প্রমুখ।
এর আগে সৈয়দ আশরাফ বিশ্বনাথ বাজার উন্নয়ন কাজ, জেলা পরিষদ মিলনায়তন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সকালে সিলেট নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন।

No comments

Powered by Blogger.