বোগোটা চুক্তি থেকে নাম প্রত্যাহার কলম্বিয়ার

জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের আওতাধীন বোগোটা চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এ ঘোষণা দেন।
সমুদ্রসীমা নিয়ে নিকারাগুয়ার সঙ্গে বিরোধের ব্যাপারে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের পর কলম্বিয়া এ সিদ্ধান্ত নিল।
প্রেসিডেন্ট সান্তোস নাম প্রত্যাহার প্রসঙ্গে বলেন, সমুদ্রসীমা কিংবা দ্বীপপুঞ্জ নিয়ে কলম্বিয়ার সঙ্গে নিকারাগুয়ার বিরোধ থাকতে পারে। তবে তা দুই দেশের সমঝোতার ভিত্তিতেই নিষ্পত্তি হতে পারত।
তিন দশক ধরে ক্যারিবীয় সাতটি দ্বীপপুঞ্জ নিয়ে কলম্বিয়ার সঙ্গে নিকারাগুয়ার বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য নিকারাগুয়া বোগোটা চুক্তির অধীনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের শরণাপন্ন হয়। আদালত গত ১৯ নভেম্বর সাতটি দ্বীপপুঞ্জে নিকারাগুয়ার নিয়ন্ত্রণকে বৈধতা দেয়। সূত্র : টেলিগ্রাফ, জিনিউজ।

No comments

Powered by Blogger.