মিয়ানমারে খনিবিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান, আগুন

মিয়ানমারে তামাখনি সম্প্রসারণের প্রতিবাদে আন্দোলনরতদের ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ। তাদের হঠাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাঁবুতে। এতে কয়েক ডজন বিক্ষোভকারী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর মনিওয়ায়ে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি মনিওয়ায় খনি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে এলাকার লোকজন ভূমি থেকে উচ্ছেদের মুখে পড়ে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছে স্থানীয় কৃষক, ভিক্ষু সম্প্রদায় ও জনতা। জনতা খনি এলাকায় তাঁবু খাটিয়ে আন্দোলন অব্যাহত রাখে। জমি অধিগ্রহণের জন্য সরকার চলতি সপ্তাহে আন্দোলনকারীদের এলাকা ছাড়ার সময়সীমা বেধে দেয়।
বিক্ষোভকারীরা জানায়, গতকাল ভোরে অধিগ্রহণস্থলে তাদের তাঁবুতে পুলিশ আগুন ধরিয়ে দেয়। এ সময় তাঁবুর ভেতরে লোকজন ঘুমাচ্ছিল। বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গতকাল ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল। উল্লেখ্য, চলতি বছরের জুন মাস থেকে কৃষকরা তাদের জমি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.