ওবামা-রমনির মধ্যাহ্নভোজ

প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে মিট রমনি গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওবামার সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এই প্রথম তাঁরা দুজন মুখোমুখি হলেন। তবে বাক্যবাণে একে অন্যকে ঘায়েল করা নয় বরং খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাঁরা সময় কাটান।
নির্বাচনের পর ওবামার জন্য এটি ছিল এক বিশেষ সময় ও সুযোগ। এই ভোজ বাজেট নিয়ে রিপাবলিকানদের সঙ্গে কংগ্রেসে চলমান দ্বন্দ্ব নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। তবে রমনির জন্য এই মধ্যাহ্নভোজ খুব সহজ ছিল না বলেই বিশ্লেষকদের ধারণা। কারণ নির্বাচনে জয়ী হয়ে যে হোয়াইট হাউসে থাকার স্বপ্ন তাঁর ছিল, তা পূরণ হয়নি। তবে তাই বলে সৌজন্যে ঘাটতি পড়েনি রমনির।
ধারণা করা হয়, নির্বাচনের পর সাবেক দুই প্রতিদ্বন্দ্বীর পুনর্মিলনী হবে প্রতীকী, ঐতিহ্য রক্ষার চেষ্টা মাত্র। ওবামা-রমনির ক্ষেত্রেও বিষয়টি প্রায় তেমনই ছিল। তবে ব্যতিক্রম হলেও নির্বাচনের পর জিমি কার্টার ও জেরাল্ড ফোর্ডের মতো বন্ধুত্ব কিংবা বিল ক্লিনটন ও জর্জ এইচ ডাবি্লউ বুশের একসঙ্গে হাইতিতে ত্রাণ কাজ চালানোর মতো নজিরও রয়েছে। সূত্র : জিনিউজ, পলিটিকো।

No comments

Powered by Blogger.