মমতাকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের চিঠি- আচরণ না বদলালে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না

প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, মমতাকে আরও সহিষ্ণু হতে হবে। খামখেয়ালিপনা কমাতে হবে। বদলাতে হবে আচরণ।
নইলে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না।
গত বুধবার রাত সোয়া ১১টার দিকে ই-মেইলে কাটজু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে চিঠিটি পাঠান। চিঠিতে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর অসহিষ্ণু হলে চলবে না। আপনার মন্ত্রী ও আমলারা দারুণ ভীত। খোলা মনে কথা বলতে পারছেন না। এই ভীতির কারণ আপনার আচরণ। এর ফলে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
চিঠিতে কাটজু মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাকে বদলাতে হবে আপনার খামখেয়ালিপনা, একগুঁয়েমি ভাব। নইলে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না।’
কাটজু চিঠিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অম্বিকেশ মহাপাত্র, মেদিনীপুরের কৃষক শিলাদিত্য, কলকাতার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) দময়ন্তী সেন এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভরদ্বাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।
‘ছবি নিয়ে মমতার চাঁদাবাজি করছেন’: সিপিএম রাজ্য কমিটির নেতা গৌতম দেব গত বুধবার কলকাতার বরাহনগরে সিপিএম আয়োজিত জনসভায় অভিযোগ করেন, মমতা এখন তাঁর আঁকা ছবি নিয়ে চাঁদাবাজি করছেন? গৌতম বলেন, মমতা নিজেই বলেছেন, তাঁর আঁকা ছবি বিক্রি করে দল চলছে।

No comments

Powered by Blogger.