এমটিভি সংগীত পদকের মনোনয়নে শীর্ষে রিহানা

সঙ্গীত জগতের ভিডিও প্রকাশনার ক্ষেত্রে একটি সম্মানজনক পুরস্কার এমটিভি পদক৷ এ বছর ৬ই সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস-এ প্রদান করা হবে এই পুরস্কার৷ দর্শক-শ্রোতারা তাদের প্রিয় শিল্পীর কাজের পক্ষে ভোট দিতে পারবে ২৪ আগস্ট পর্যন্ত৷

তবে এই ভোট দেয়ার আগে জেনে নেয়া দরকার এ বছর এমটিভি ভিডিও সঙ্গীত পুরস্কারের জন্য ইতিমধ্যে মনোনীত শিল্পী এবং তাদের কাজগুলো সম্পর্কে৷ এ বছরের মনোনয়নে শীর্ষে রয়েছেন জনপ্রিয় পপ তারকা রিহানা এবং ড্রেক৷ তাদের উভয়েরই পাঁচটি করে কাজ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে৷ আর গত বছরের এই পুরস্কার বিজয়ী সঙ্গীত তারকা কেটি পেরি'র চারটি সংগীত ভিডিও এবার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে৷
বছরের সেরা সংগীত ভিডিও হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে রিহানার একক সঙ্গীত ‘উই ফাউন্ড লাভ'৷ অবশ্য তার সাথে পাল্লা দিচ্ছে রিহানা এবং ড্রেক-এর যৌথ সঙ্গীত ভিডিও ‘টেক কেয়ার'৷ ফলে একক সঙ্গীতের জন্য হোক কিংবা যৌথ সঙ্গীতের জন্যই হোক রিহানা এবারের এমটিভি’র সেরা পুরস্কারটি পাচ্ছেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে৷

এছাড়া পুরস্কারের দৌড়ে এবারের মনোনয়নে রয়েছে কেটি পেরি'র ‘ওয়াইড অ্যাওয়েক’, গোটি'র ‘সামবডি দ্যাট আই ইউজড টু নো' এবং এমআইএ’র ‘ব্যাড গার্লস’৷

আর নতুন শিল্পীদের মধ্যে সেরা হওয়ার বিবেচনায় মনোনয়ন পেয়েছে ফান-এর ‘উই আর ইয়াং’, কার্লি রে জেপসেন-এর ‘কল মি মেবি', ফ্রাঙ্ক ওশান-এর ‘সুইম গুড’, ওয়ান ডিরেকশন ব্যান্ড দলের ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’ এবং ওয়ান্টেড সঙ্গীত গোষ্ঠীর গান ‘গ্ল্যাড ইউ কেম’৷ সূত্র: এপি।

No comments

Powered by Blogger.