ভারতে অচল গ্রিড সচল হলেও আতঙ্ক কাটেনি-দু দিন পর বিদ্যুতের দেখা পেল ২০ রাজ্য

দুদিন অচল থাকার পর গতকাল বুধবার ভারতের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। কিন্তু বিদ্যুতের অত্যধিক চাহিদার কারণে আবারও গ্রিড বিপর্যয়ের আতঙ্ক বিরাজ করছে। ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় ২০টি রাজ্যের প্রায় ৬৭ কোটি লোক ভোগান্তির শিকার হয়।


সংকট মোকাবিলায় রাজ্যগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎমন্ত্রী বীরাপ্পা মইলি।
গত সোমবার ভোর থেকে ভারতে বিদ্যুৎ বিপর্যয়ের শুরু। উত্তরাঞ্চলীয় গ্রিড অচল হয়ে যাওয়ায় রাজধানী নয়াদিল্লিসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই গত মঙ্গলবার আবারও গ্রিড অচল হয়ে যায়। উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলীয় গ্রিড দুটিও অচল হয়ে পড়ে। এতে ২০টি রাজ্যে অচলাবস্থা তৈরি হয়। বিদ্যুৎ না থাকায় পাঁচ শরও বেশি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো সার্ভিসও বিঘি্নত হয়। রাস্তায় ট্রাফিক বাতি বন্ধ থাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পাম্প বন্ধ থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গে তিনটি কয়লা খনিতে প্রায় ২০০ শ্রমিক আটকে পড়ে। তাদের সবাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন কর্মকর্তারা। ভারতের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত পাওয়ার সিস্টেম অপারেশন করপোরেশনের প্রধান এস কে সোনি গতকাল জানান, 'উত্তর, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রিড পুরোপুরি চালু করা হয়েছে।' গত মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া মন্ত্রী বীরাপ্পা মইলি বলেন, 'এটি খুবই কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতি। এর সমাধান খুঁজে বের করতে হবে। আমি অভিযোগের পসরা দিয়ে শুরু করতে চাই না। এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্যগুলোকে একত্রে কাজ করতে হবে।' ভারতের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসেবে জাতীয় গ্রিড থেকে রাজ্যগুলোর অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ টানার বিষয়টিকেই উল্লেখ করেছেন। যদিও রাজ্য সরকারগুলো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। উত্তর প্রদেশের কর্মকর্তারা দাবি করছেন, 'এ অভিযোগ বিশ্বাস করার কোনো কারণ নেই। আসল কারণ জানতে আরো তদন্তের প্রয়োজন।' হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী ক্যাপ্টেন অজয় সিং বলেন, 'এ বিপর্যয়ের জন্য আমাদের দায়ি করা ঠিক নয়। অন্যরা যা করে সেই একই কারণে আমাদের অভিযুক্ত করা হচ্ছে।' ভারতে দুদিনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শিল্প ও ব্যবসা খাতে শত শত কোটি রুপির লোকসান হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) নেতারা। সংগঠনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এক বিবৃতিতে বলেন, 'এই ঘটনা বহির্বিশ্বে ভারতের বিষয়ে খুবই নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। অর্থনৈতিক মন্দার কারণে দেশটি আগে থেকেই ভাবমূর্তির সংকটে ছিল। বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতির সঙ্গে তাল মেলাতে হলে মৌলিক অবকাঠামোর চাহিদা পূরণ আবশ্যক।' সূত্র : এএফপি, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.