ঈদুল ফিতরে চ্যানেল আইতে ১৭ নাটক ও ৭টি টেলিছবি

আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে্য প্রতিটা চ্যানেলেই কয়েকদিন ব্যাপি অনুষ্ঠানমালা প্রচারিত হবে। ঈদুল ফিতরে চ্যানেল আই তার সাত দিনের অনুষ্ঠানমালায় প্রচার করবে ১৭টি নতুন নাটক। যা নির্মাণ করেছেন সদ্য প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদসহ দেশের খ্যাতিমান নির্মাতারা। এ ধারাবাহিকতায় প্রতি বারের মতো এবারে থাকছে -

ঈদুল ফিতরের আগের দিন রাত ৭.৫০ মিনিটে প্রচারিত হবে রেজানুর রহমানের নাটক ‘যে জলে আগুন জ্বলে’। এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, বিন্দু, ফারুক আহমেদ প্রমুখ।
ঈদুল ফিতরের দিন: রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ‘পিপিলিকা’। পরিচালনা করেছেন আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম। অভিনয়ে সোহেল খান, প্রাণ রায়, গাজী রাকায়েত, শামীমা নাজনীন, জুয়েল রানা, পুতুল প্রমুখ। নাটক ‘ঘাস ফুল নদী’ প্রচার হবে এদিন রাত ৯.৩৫ মিনিটে। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, মোশারফ করিম, প্রভা প্রমুখ।

ঈদুল ফিতরের পর দিন: নাটক ‘ফাঁদ’ প্রচার হবে বিকেল ৫.৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় গিয়াস উদ্দিন সেলিম। অভিনয়ে শ্যামল, লারা লোটাস, ইকবাল, শেলী আহমেদ প্রমুখ। মোসত্মফা সরয়ার ফারুকী রচনায় নাটক ‘বলি রেখার দিনগুলোতে ভালোবাসা’ প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারম্নকী। নাটক ‘সুপারম্যান’ প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। রচনা তানভির এবং নাটকটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। অভিনয়ে কুসুম শিকদার, এ কে আজাদ, মুহিন, সুজন প্রমুখ।

ঈদুল ফিতরের তৃতীয় দিন: নাটক ‘আমার যা নেই’ প্রচার হবে সকাল ১০.৩০ মিনিটে। রচনা শফিকুর রহমান শামত্মনু। পরিচালনায় শামীমা আক্তার বেবী। অভিনয়ে রোমানা, তমালিকা, মীর সাবিবর প্রমুখ। ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক একজন সুস্থ মানুষের শেষ চিঠি। রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে এর চিত্রনাট্য দিয়েছেন ফজলুল করিম এবং পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আনিসুর রহমান মিলন, তারিন প্রমুখ। রাত ৯.৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাহেব হলো নুরম্নল’। রচনা ও পরিচালনা নুরম্নল আলম আতিক। অভিনয়ে সারিকা, নুরুল আলম আতিক, মাহমুদুল ইসলাম মিঠু, টিসা, মাজনুন মিজান, ইকবাল চৌধুরী প্রমুখ।

ঈদুল ফিতরের চতুর্থ দিন: সকাল ১০.৩০ মিনিটে প্রচার হবে নাটক রিয়্যেল ব্যাচেলর। রচনা হারুনুর রশিদ এবং পরিচালনায় নাদের চৌধুরী। অভিনয়ে কল্যান, সোহানা সাবা, নাদের চৌধুরী প্রমুখ। নাটক তালগোল প্রচার হবে বেলা ২.৩৫ মিনিটে। রচনা ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে মৌসুমী, মাহফুজ আহমেদ প্রমুখ। রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক প্রতারক। রচনা নওমি কামরুল বিধু এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয়ে তিশা, রওনক হাসান প্রমুখ। রাত ৯.৩৫ মিনিটে প্রচার হবে নাটক চম্পা কলি মদন কুমার। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে অপূর্ব মোনালিসা, কে এস ফিরোজ প্রমুখ।

ঈদুল ফিতরের পঞ্চম দিন: রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক ফুলের বয়স। রচনা ইমদাদুল হক মিলন এবং নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, তারিন প্রমুখ। নাটক দ্বৈত খেলা প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয়ে আবুল কালাম আজাদ, মীম প্রমুখ।

ঈদুল ফিতরের ষষ্ঠ দিন: রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক প্রতিদ্বন্ধী। রচনা গীতালি হাসান। পরিচালনা রবিন খান। অভিনয়ে চঞ্চল চৌধূরী, চিত্রলেখা গুহ, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট প্রমুখ। নাটক স্বপ্নজাল প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। রচনা শান্তুনু। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, রিচি, শর্মিলী আহমেদ প্রমুখ।


চ্যানেল আইতে আসছে ঈদুল ফিতরে প্রচার হবে ৭টি টেলিছবি। এর মধ্যে -

ঈদুল ফিতরের দিন: বেলা ১২.১৫ মিনিটে প্রচার হবে নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের শেষ চিত্রনাট্যে টেলিছবি ‘যদি ভাল না লাগে তো দিওনা মন’। পরিচালনা করেছেন রায়হান খান। এ টেলিছবিতে অভিনয় করেছেন সুইস অভিনেত্রী-মডেল জেনিন, বাংলাদেশের চিত্রতারকা পূর্ণিমা, মডেল নোবেল, অভিনেতা মাসুদ আখন্দ, রহমান খলিল এবং আবুল হায়াতসহ অনেকে। ঈদুল

ফিতরের পর দিন: বেলা ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম জ্যোৎস্নার ছায়া। রচনা পুষন রহমান, পরিচালনায় মাহফুজ আহমেদ। অভিনয়ে তারিন, রাখি প্রমুখ।

ঈদুল ফিতরের তৃতীয় দিন: টেলিফিল্ম ‘বালক ভুল করে পড়েছিল ভুল বই’ প্রচার হবে বেলা ২.৪০ মিনিটে। রচনা আনিসুল হক ও পরিচালনা শামীম শাহেদ। অভিনয়ে নিপুন, তাহসান প্রমুখ।

ঈদুল ফিতরের চতুর্থ দিন: বেলা ১২.১৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘কিনারা’। রচনা ও পরিচালনা ওয়াহিদ আনাম। অভিনয়ে মীর সাবিবর, তাহসিন, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ‘ফল ইন লাভ’ টেলিফিল্মটি প্রচার হবে বেলা ৪.৩০ মিনিটে।

ঈদুল ফিতরের পঞ্চম দিন: বেলা ১২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শোননি মনের কথা’। রচনা ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে     অভিনয়ে আহসান হাবিব নাসিম, শামস সুমন, রিচি, রোকেয়া প্রাচী, বিন্দু, হারুনুর রশীদ প্রমুখ। বেলা ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম আবদুল লতিফ এল.এম.এ.এফ। রচনা ফজলুল করিম, পরিচালনা নায়ক রাজ রাজ্জাক। অভিনয়ে সম্রাট, রাখি, সীমানা, শিরিন আলম, কে এস ফিরোজ প্রমুখ।

No comments

Powered by Blogger.