দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের খোঁজ-জাপানের প্রতিনিধিদল উত্তর কোরিয়ায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের দেহাবশেষের খোঁজে জাপানের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার উত্তর কোরিয়া গেছে। যুদ্ধ এবং পরবর্তী সময়ে পিয়ংইয়ংয়ে প্রায় ৩৫ হাজার জাপানি নাগরিক নিহত হয়। দলটি পিয়ংইয়ং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। গত চার বছরের মধ্যে এটাই দুই দেশের কর্মকর্তা পর্যায়ে প্রথম বৈঠক।
উত্তর কোরিয়ায় ১০ দিনের সফরকালে চার সদস্যের জাপানি প্রতিনিধিদলটি দেশটির বিভিন্ন সমাধিক্ষেত্র ও অন্যান্য জায়গা পরিদর্শন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সেনা ও বেসামরিক নাগরিকদের দেহাবশেষ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেবে তারা। এ পর্যন্ত ১৩ হাজার জাপানির দেহাবশেষ দেশে ফিরিয়ে নেওয়া রয়েছে। এখনো ২১ হাজার লোকের দেহাবশেষ উত্তর কোরিয়ায় রয়ে গেছে।
জাপানি প্রতিনিধিদলের সদস্য সাদাও মাসাকি দেশ ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, 'উত্তর কোরিয়া পরিদর্শনের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ায় আমি আনন্দিত। আশা করি, এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হবে।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.