তিব্বতে দুই কিশোরের আত্মাহুতি

তিব্বতে আবারও দুই কিশোর গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে। তিব্বতে চীনা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আত্মহননের পথ বেছে নেয় তারা। এ নিয়ে ২০০৯ সালের পর থেকে একই কারণে আত্মাহুতি দেওয়া তিব্বতির সংখ্যা ৫১-এ দাঁড়াল। মানবাধিকারকর্মী এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা 'ফ্রি তিব্বত' জানায়, চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের আবা শহরে গত সোমবার সকালে ১৮ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু লবসাং কালসাং এবং সাবেক ভিক্ষু ১৭ বছর বয়সী দামচক শরীরে আগুন ধরিয়ে দেয়। চীনা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও বিকেলে তাদের মৃত্যু হয়। শরীরে আগুন লাগানোর সময় তারা চীনা নীতির নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছিল। ভারতে অবস্থানকারী দুই ভিক্ষুর বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, শহরের কীর্তি মঠের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। গত এক বছর ধরেই এ মঠের ভিক্ষুরা চীনা শাসনের প্রতিবাদে বিক্ষোভ করছে। চীন বিক্ষোভ ও আত্মহননের মতো ঘটনাগুলোতে উসকানি দেওয়ার জন্য তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে দায়ী করে। তাদের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদে ইন্ধন দিচ্ছেন তিনি। তবে দালাই লামা এসব অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.