স্বাতীনক্ষত্রের দিন by মেহেদি হাসান

শব্দে শব্দে ঝরে প্রেম; প্রবাহের গান
শব্দ হয়ে বেজে ওঠে হূদয় অন্দরে।
পালক ছড়িয়ে রেখে সন্ধ্যার পাখিরা
পৃথক আকাশে ওড়ে।


চিরকাল শুধু
তাদের যাবার অনুষঙ্গ দৃশ্যমান।
তেমন দৃশ্যের মতো স্পর্শহীন কথা
একাকী আত্মায় এসে গান হয়ে যায়।

চিরকালীন কিছুই নয়; তবু কেন
অনন্ত অতল থেকে হাহাকার ওঠে—
কৃষ্ণবর্ণ মেঘ কেন ঘন হয় ক্রমে?
শব্দের মাধুরী ওই দেখো গান হয়—
মানুষের দেহ ওই নেচে ওঠে ধীরে,
মানুষেরই অজান্তে। রক্তের ভেতরে
থাকে সুরের চুম্বক, ছন্দের ইশারা;
সামান্য ইঙ্গিতে দেখো, বেজে ওঠে তারা।

No comments

Powered by Blogger.