আপনি কি জানেন-রোদচশমা বা সানগ্লাস

প্রাচীনকালে সূর্য পর্যবেক্ষণ ও কড়া রোদে কোনো জিনিস দেখার সুবিধার্থে রঙিন কাচ চোখে লাগানোর প্রচলন ছিল। তবে আজকের দিনের রোদচশমা ও সানগ্লাসের প্রচলক হিসেবে ইতিহাসবিদেরা প্রাচীন চীনের সুং রাজবংশের কথা উল্লেখ করেছেন।


তাঁদের মতে, খ্রিষ্টপূর্ব ১১ শতকে সুং রাজবংশীয় শাসনকালে চীনে রোদ ও সূর্য থেকে চোখ রক্ষা করার উদ্দেশ্যে এ সানগ্লাসের প্রচলন হয়। সেই সময় চীনারা আজকের চশমার মতোই একটি ফ্রেমে রঙিন কাচ লাগিয়ে সানগ্লাস তৈরি করেছিল। সেই চশমা চোখে পরে সুং রাজবংশের লোকজন রোদ থেকে নিজেদের রক্ষা করত। সেই সঙ্গে সূর্য পর্যবেক্ষণ ও কড়া আলোতে কোনো কিছু পরিষ্কার করে দেখার জন্য তা ব্যবহার করত।
জানা যায়, সুং রাজবংশীয় শাসনামলে বিচারকেরা বিচারকাজ পরিচালনার সময় এ রঙিন চশমা পরে থাকতেন। এর উদ্দেশ্য ছিল সাক্ষীরা যেন সাক্ষ্যদানের সময় তাঁদের চোখের ভাষা বুঝতে না পারে। বিচারকাজে স্বচ্ছতা আনার উদ্দেশ্যেই তখন তাঁরা রঙিন চশমা পরতেন।
 ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.