সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। যদি গুমের রহস্য উদঘাটন না হয় তাহলে সরকারের ব্যর্থতা বিশ্বে ছড়িয়ে পড়বে। কিন্তু একটা প্রশ্ন? এক ইলিয়াস আলী গুমের ঘটনায় ১৬ কোটি মানুষকে কেন জিম্মি রাখবেন। তাদেরকে কেন বন্দি রাখবেন, কাজ থেকে বিরত রাখবেন, ছাত্র-ছাত্রীদের স্কুল বন্ধ রাখবেন, পরীক্ষা বন্ধ রাখবেন? এটা কোন ধরনের রাজনীতি? তিনি বলেন, কেন ইলিয়াস আলীর জন্য পাঁচটা মানুষকে হত্যা করা হলো? আমরা এ রাজনীতি চাই না। মানুষ মারা যাচ্ছে। তাদের জীবনের কি কোন মূল্য নেই? একজন মানুষের জন্য বাংলাদেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করবেন এ রাজনীতি মানুষ আর সহ্য করবে না। মঙ্গলবার বিকালে গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির আয়োজনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা  বলেন। আওয়ামী লীগ, বিএনপির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ২১ বছরে এ দুটি দল ফাউল খেলেছে। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, ঢাকা মহানগর জাতীয় পার্টির (উ.) সভাপতি এম এ ফয়সাল চিশতী, কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুস ছালাম, কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক আবুল খায়ের ছোটন, কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শাহ্‌-আলম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আফতাব উদ্দিন আহমদ প্রমুখ।

No comments

Powered by Blogger.