লাল সবুজে দেশী দশ by শারমিন নাহার

ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দেশী দশ প্রাঙ্গণ যেন সেজে ছিল কিছুটা ভিন্ন সাজে। বড় পাত্রে পানি আর তার মাঝে ভাসানো মোমবাতি যেন উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল আগত ক্রেতাদের। দেশী দশের অভ্যন্তরের পুরো অংশজুড়েই নানা ধরনের পণ্যের সমাহার। পণ্যগুলোর চারপাশে ঘিরে দেওয়া হয়েছে লাল আর সবুজ রঙের ফিতা দিয়ে। ঠিক যেন প্রাচীরের মতো। টি-শার্ট, ফতুয়া, শাড়ি, মগ, কুশন কভার, বিছানার চাদর, মাথায় বাঁধার লাল-সবুজের


ব্যান্ডানা, আরও কত কি। সময় গড়িয়ে স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বিজয় দিবস উদ্যাপন করে শ্রদ্ধাচিত্তে স্মরণ করতেই এত আয়োজন। এই প্রদর্শনীর নামটাও দারুণ—‘লাল সবুজে দেশী দশ’।
দেশী দশের প্রতিটা ফ্যাশন হাউস থেকেই বিভিন্ন ধরনের পণ্য রাখা হয়েছে এখানে। বিক্রেতাদের মাথায় বাঁধা লাল-সবুজের ব্যান্ডানা। প্রদর্শনীর উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। আয়োজকের তালিকায় ছিলেন দেশী দশের দশ উদ্যোক্তার সবাই। দেশী দশের অন্যতম সদস্য সাদা কালোর স্বত্বাধিকারী ও ডিজাইনার তাহসীন শাহীন বলেন, ‘দেশীয় পণ্যর মধ্যে আমরা বিজয়কে খুঁজে পাই। আর সেই চেষ্টা থেকেই দেশী দশের এই আয়োজন। সাদা কালোকে অনেকেই শোকের রং মনে করেন। আমরা বলব, বিজয়ের উচ্ছ্বাস প্রকাশের রং যেকোনো কিছুই হতে পারে।’ এবার সাদা কালো ৭১ নামে মুক্তিযুদ্ধের ওপরে আঁকা ছবির অ্যালবাম প্রকাশ ছাড়াও এ প্রদর্শনীতে মিলবে মগ, টি-শার্ট ও ব্যাগ।
মিলি রহমান বলেন, ‘বিজয়ের উৎসব ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি ঘরে, আমাদের তরুণদের মধ্যে। আর এই পণ্যগুলো ছোট হলেও বিজয়ের আয়োজনকে অনেকটাই বাড়িয়ে দেয়।’
প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

No comments

Powered by Blogger.