রাঙ্গামাটির বরকলে আজ ও কাল হরতাল- ব্যবসায়ী হারুন হত্যার প্রতিবাদ

ব্যবসায়ী হারুন হত্যার প্রতিবাদে সমঅধিকার ও বাঙ্গালী ছাত্র পরিষদ বরকল উপজেলায় বুধবার ও বৃহস্পতিবার দুদিনের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে । পুলিশ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিমল চাকমা নামে এক জনকে আটক করে হাজতে পাঠিয়েছে।
বরকল এলাকার উত্তেজনা নিরসন ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বরকলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার ভূষণ ছড়ার রতন কাবা এলাকায় হলুদ ব্যবসায়ী হারুনকে সন্ত্রসীরা গুলি করে হত্যা করে কাপ্তাই লেকে ফেলে দেয়। রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাকে সন্ত্রাসীরা টাকার লোভে হত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা। এই হত্যাকা-ের প্রতবাদে ওই সংগঠন দু'টি রাঙ্গামাটিতে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায়। তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে।

No comments

Powered by Blogger.