রিমান্ডের আসামির হাসপাতালে মৃত্যু

পুলিশ রিমান্ডে থাকা এক আসামি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তবে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক দাবি করেছেন, পুলিশের নির্যাতনে আসামির মৃত্যু হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিক্যাল বোর্ড গঠন হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গাড়ি চুরির মামলায় জাকির হোসেন ও বাদলকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা তিনটি চোরাই গাড়ি, একটি মোটরসাইকেল ও চুরি করে জমিয়ে রাখা সাড়ে ৭৪ লাখ টাকার গাড়ির যন্ত্রাংশ উদ্ধার হয়। গাড়ি চুরি সংক্রান্ত দু'টি মামলা রমনা থানায় দায়েরকৃত ছিল। পরবর্তীতে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত জাকির হোসেনকে শোন এ্যারেস্ট দেখায় রমনা থানা পুলিশ। পরে পুলিশ আদালতের অনুমতি সাপেৰে জাকির হোসেনকে ১ দিনের রিমান্ডে নেয়। রমনা থানার ওসি শিবলী নোমান জানান, সোমবার রাত ৯টায় জাকির হোসেনকে তারা পুলিশ হেফাজতে নেয়। দুপুরে জাকির বুকে ব্যথা অনুভব করার কথা জানায় পুলিশকে। পুলিশ দ্রুত জাকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টায় তার মৃতু্য হয়।
পুলিশ রিমান্ডে আসামি জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেন, পুলিশের নির্যাতনে জাকির হোসেনের মৃতু্য হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। জাকির হোসেনের পিতার নাম হাজী মোর্শেদ। নিহতের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানাধীন আলমপুর মধ্যপাড়ায়।

No comments

Powered by Blogger.