'রাজনীতি নেই'

রানী মুখার্জী বলিউড অভিনেত্রী। তাঁর রূপ, গুণ ও অভিনয় দৰতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে তিনি অভিনয় দক্ষতার চেয়ে প্রাণবন্ত হাসির জন্যই ভক্তদের হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছেন।
থাক এসব কথা। এবার আসা যাক তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়ে। বৃহস্পতিবার মেলবোর্নে 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর উদ্বোধনের সময় তিনি বলেন, এ সফরের মধ্যে কোন ধরনের রাজনীতি নেই। রানী বলেন, অস্ট্রেলীয়দের মধ্যে আমাদের সংস্কৃতিকে আরও ছড়িয়ে দেয়ার জন্য আমি এখানে এসেছি। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে এ পর্যন্ত ভারতীয়দের ওপর সেদেশে এক শ'র বেশি সহিংস ঘটনা ঘটেছে। এ সহিংস ঘটনায় মারা যায় ২১ বছরের নিতিন গার্গ। আর এইত কয়েকদিন আগে মারা গেছে তিন বছরের শিশু গুলশান। এ নিয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। কিন্তু আমরা এখানে এসেছি অস্ট্রেলিয়ায় যারা ভারতীয় সিনেমা পছন্দ করে তাদের মধ্যে আমাদের সংস্কৃতিকে আরও বিস্তৃত করার জন্য। আমাদের এ সফর দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। বলিউড এই অভেনেত্রী আরও বলেন, কিছু লোক আছে যারা সব সময় ঘৃণায় বিশ্বাস করে, কিন্তু তাই বলে আমরা তাদের ঘৃণা করতে পারি না।
সূত্র: এনডিটিভি অনলাইন

No comments

Powered by Blogger.