২০২৫-এর মধ্যে ১২.৫ শতাংশ মারা যাবে ক্যান্সারে

বিশ্ব ক্যান্সার দিবস উপলে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে গতকাল রাজধানীর মিরপুরের আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে ক্যান্সার সচেতনতাবিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা: সৈয়দ মোদাচ্ছের আলী। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা বেগম দীনা হক। বিশ্ব ক্যান্সার দিবসের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা: সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: সৈয়দ ফজলে রহিম।

বক্তারা আরো বলেন,  বর্তমান অবস্থা চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে দেশের ১২.৫ শতাংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হবে ক্যান্সার। স্বাস্থ্যসেবাকে জনগণের নাগালে আনতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সে জন্য প্রয়োজন সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সহায়তা।

আলোচনায় এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞগণ, ডাক্তার, নার্স, মিডিয়াব্যক্তিত্ব ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.