কাচিন বিদ্রোহীদের সাথে মিয়ানমারের আলোচনা শুরু

মিয়ানমার সরকার গতকাল চীনের সীমান্তবর্তী শহর রুইলিতে বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মির (কেআইএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করেছে।
বৈঠকে মিয়ানমার সরকারের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট থেইন সেইনের অফিসের কর্মকর্তা আংমিন ও কেআইয়ের সেকেন্ড ইন কমান্ড জেনারেল গানমিউ নেতৃত্ব দেন।

বিগত ১১টি বৈঠকে দুই পক্ষ কোনো অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা সম্পর্কে অবহিত দু’টি সূত্র জানিয়েছে, গত অক্টোবরে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের অনুরোধে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা বৈঠকে রাজি হলেও গানমিউ যোগ দেননি। তাই এবারের বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক জেনারেল গানমিউয়ের উপস্থিতি বলে বর্ণনা করে এক সূত্র।

No comments

Powered by Blogger.