প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন ১৭ মার্চ ॥ চারটি চুক্তি সই হতে পারে

 প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সার কারখানা নির্মাণ, তেল ও গ্যাস খাতে বিনিয়োগ এবং ৮শ' মিলিয়ন ডলারের ঋণ মওকুফসহ দুই দেশের মধ্যে কমপক্ষে চারটি চুক্তি স্বাক্ষরিত হবে। চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ মার্চ চীন যাচ্ছেন।
সূত্র জানায়, বাংলাদেশের কয়েকটি গ্যাস ও তেল ব্লক অনুসন্ধান কাজে বিনিয়োগ করতে চায় চীন। প্রধানমন্ত্রীর সফরে এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। এর বাইরে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নামে একটি সার কারখানা নির্মাণের ব্যাপারেও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা ও চীনের চ্যাংদো শহরের মধ্যে মৈত্রী স্থাপন এবং বাংলাদেশকে দেয়া চীনের প্রায় ৮শ' মিলিয়ন ডলার ঋণ মওকুফ নিয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, চীন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে তাঁর পরিবারের সদস্য ছাড়াও মন্ত্রিসভা, বিভিন্ন সরকারী দফতর, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনী সদস্যরা রয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন পুত্র সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা ওয়াজেদ, নাতনি সোফিয়া ওয়াজেদ। মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউলস্নাহ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, এ্যাম্বাসাডার এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, বীর বাহাদুর এমপি এবং জ্যোতিরিন্দ্র লাল ত্রিপুরা এমপি, সাংবাদিক প্রতিনিধি দলে রয়েছেন দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, কলামিস্ট মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসকাব সভাপতি আবু সুফিয়ানসহ ৬ জন। ব্যবসায়ী প্রতিনিধি দলের আছেন টিপুমুন্সি এমপি, খন্দকার মসিহউজ্জামান, মুরাদ হোসেন সোহেল, রওশন আলী মাস্টার, হেলালউদ্দিন চৌধুরী, আনিসুজ্জামান চৌধুরী, সাহাবউদ্দিন আহমেদ, সাইফুল আলম মাসুদ, ফাহিম ফারুক চৌধুরী, নাসিরউদ্দিন চৌধুরী, আবু নাসের, ইফতেখারউদ্দিন।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীলভদ্র মাহাথের, এটিএম শামসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফ, ফারুক পাঠান, জিনাবোধি ভিক্ষু, কাজী ওমর জাফর, মেরিএ্যাঞ্জেলা, প্রজ্ঞা লাবনী, নাজিব আহমেদ, সুভাষ চন্দ্র বোস, মিয়াজান আলী, চিত্ত অং মারমা, মোঃ আবদুল খালেক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম এবং তথ্যসচিব আবুল কালাম আজাদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসসহ মন্ত্রণালয়ের ৬ কর্মকর্তা, ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূইয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসসহ দুই কর্মকর্তা। এছাড়া নিরাপত্তা দলে রয়েছেন ১১ জন, প্রেস শাখায় ৮ জন।
সূত্র জানিয়েছে, ১৭ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১৮ মার্চ তিনি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ সময় দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। রাতে তাঁর সম্মানে চীনা প্রধানমন্ত্রীর দেয়া এক ভোজসভায় যোগ দেবেন তিনি। ১৯ মার্চ প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করবেন। ২০ মার্চ প্রধানমন্ত্রীর চীনের পর্যটন নগরী কুনমিং সফরের কথা রয়েছে। এছাড়া চীনের মহাপ্রাচীরসহ কয়েকটি দর্শনীয় স্থানও পরিদর্শন করবেন। ২১ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.