চিত্র বিচিত্রঃ রাজা তৃতীয় রিচার্ডের কঙ্কাল উদ্ধার

ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের কঙ্কাল উদ্ধারের দাবি করেছেন যুক্তরাজ্যের লেইসেস্টার ইউনিভার্সিটির একদল প্রতœতাত্ত্বিক।
গাড়ি পার্কিং করার একটি পতিত জায়গায় গবেষণা করতে মাটি খুঁড়তে গিয়ে একটি কঙ্কাল উদ্ধার করেছেন তারা। তবে এই কঙ্কালটি সাধারণ কোনো মানুষের কঙ্কাল নয়। খোদ ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের। পঞ্চদশ শতকে ‘হাউজ অব ইয়র্কে’র সর্বশেষ রাজা হিসেবে ইংল্যান্ড শাসন করেন তৃতীয় রিচার্ড। এ ব্যাপারে লেইসেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বলেন, হাড়ের ডিএনএ পরীা অনুযায়ী কঙ্কালটি রাজকীয় পরিবারের রক্তবাহী। লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত প্রতœতাত্ত্বিক রিচার্ড বাকলে বলেন, ‘এ ব্যাপারে যৌক্তিক বিতর্ক থাকলেও আমাদের মনে হচ্ছে এটা রাজা তৃতীয় রিচার্ডেরই কঙ্কাল’। বিশেষজ্ঞ দলটি জানায়, ‘কঙ্কালটিতে ১০টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথার খুলিতেই রয়েছে আটটি’। প্রতœতত্ত্ব দলটির প থেকে প্রাথমিকভাবে জানানো হয়, ‘খুব তাড়াতাড়ি লেইসেস্টারের একটি চার্চে সমাহিত করা হবে কঙ্কালটি’। উল্লেখ্য, ৩২ বছর বয়সী ইংল্যান্ডের এই রাজা ১৪৮৫ সালের বসওর্থের গৃহযুদ্ধে মারা যান। এ ব্যাপারে শিগগির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানায় প্রতœতাত্ত্বিক দলটি।

No comments

Powered by Blogger.