দুপুরে তীব্র যানজট বিকেলে ফাঁকা রাজধানী

সকাল থেকে তীব্র যানজট। দুপুরের দিকে অসহনীয়। অলিগলি পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেলে ফাঁকা রাজধানী। কোথাও যানজট নেই। কোনো কোনো রাস্তায় যানবাহনই নেই। সবার মনে অজানা আতঙ্ক।
বাড়ি ফিরতে পারলেই যেন বেঁচে যাবে। গণপরিবহনের তীব্র সঙ্কট। মোড়ে মোড়ে পুলিশের কড়া প্রহরা। গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে দুপুরের দিকে এই যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছায়। অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজটের যন্ত্রণা। কোনো কোনো পথে হাঁটারও জায়গা ছিল না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে যানবাহন। কোনো কোনো এলাকায় ট্রাফিক পুলিশের নিষ্ফল তৎপরতা নজরে পড়ে। এর মধ্যে দুপুরের দিকে ভিআইপি মুভমেন্টের জন্য মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে ভিআইপি রোডে বিশাল যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছাড়তে বেলা ২টা পার হয়ে যায়। এর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে জামায়াতের ডাকা হরতালের কথা। আনুষ্ঠানিক ঘোষণার আগে হরতালের কথা মুখে মুখে ছড়িয়ে পড়লে পুলিশও রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয়। সাথে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সদস্যদেরও বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় পথে পথে। এসব কারণে মুহূর্তেই যেন রাজধানী ফাঁকা হয়ে যায়। মুহূর্তেই যেন গণপরিবহন উধাও হয়ে যায়। এ সময় অনেক অফিস-প্রতিষ্ঠান ছুটি হলে ঘরমুখো মানুষ পড়েন বিপাকে। যারা কোনো মতে যানবাহন পেয়েছেন তারাতো কষ্ট করে তাতে চড়েছেন। কিন্তু যারা যানবাহনে উঠতে পারেননি তারা হেঁটেই ঘরে ফিরে যান।

No comments

Powered by Blogger.