পার্ল জ্যাম এখন টু্যরে

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল, ওয়াশিংটনে নব্বই দশকে জন্ম নেয়া জনপ্রিয় অলটারনেটিভ কাসিক্যাল ব্যান্ড 'পার্ল জ্যাম' সম্প্রতি ওয়ার্ল্ড টু্যরে বের হয়। আশির দশকে গ্রীন রিভার ব্যান্ড দিয়ে সঙ্গীতে যাত্রা শুরম্ন করে মিউজিশিয়ান স্টোন গোর্সাড এবং জেফ আমেনথ।
পরবর্তীতে ব্যান্ড সদস্যদের মাঝে কিছুটা সমস্যা সৃষ্টি হলে ১৯৮৮ সালের দিকে তারা নতুন করে 'মাদার লাভ বোন' নামে আরেকটি নতুন ব্যান্ড তৈরি করে। ১৯৯০ সালের জুন মাসে তারা পলিগ্রাম রেকর্ড হতে নিজেদের প্রথম এ্যালবাম 'এ্যাপল' রিলিজ করে। কিন্তু দুঃখের বিষয়, চার মাস পর মাত্রাতিরিক্ত মাদকসেবনের কারণে ব্যান্ডের ভোকাল এন্ড্রু ওড খুব অল্প বয়সে মৃতু্যবরণ করে। আমেনথ এবং গোর্সাড ব্যান্ডের ভোকালিস্টের অকাল প্রয়াণে মর্মাহত হয়ে কিছুকালের জন্য মিউজিক থেকে দূরে থাকে। ব্যান্ডটির কার্যক্রমের সমাপ্তি ঘটে ঠিক কিছুদিন পর। এরপর শোক কাটিয়ে গোর্সাড সিয়াটলে তার পুরনো বন্ধু মাইক ম্যাকক্রিডির সঙ্গে পুনরায় প্র্যাকটিস শুরম্ন করে। এবং পরবতর্ীতে তাদের সঙ্গে যোগ দেয় আমেনথ। ড্রামারের ঘাটতি তখনও তাদের কিছুটা বিলম্বিত করছিল নতুন একটি ব্যান্ড সৃষ্টি করতে। কিন্তু পরবতর্ীতে রেড হট চিলি পেপারের ড্রামার জ্যাক আইরন তাদের এই শূন্যতা পূরণ করে। এখন বাকি শুধু ভোকাল। বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন এবং সেশন সব মিলিয়ে খুঁজে পাওয়া যায় সেই সোনার হরিণ। ইডি ভ্যাডার ছিল সান ডিয়াগোর জনপ্রিয় ব্যান্ড ব্যাড রেডিও, গ্যাস স্টেশনসহ বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় ভোকাল। ১৯৯১ সালের মার্চ মাসে ব্যান্ড পার্ল জ্যাম তাদের প্রথম এ্যালবাম টেন রিলিজ করে। সিয়াটলের লন্ডন ব্রিজ স্টুডিওতে তাদের এ্যালবাম রেকর্ডিং করা হয়। মূলত বিষণ্নতা, একাকীত্ব, আত্মহত্যা এবং খুন প্রভৃতি সমসাময়িক টিনেজ ক্রাইসিস নিয়ে এই এ্যালবাম। এ্যালবামটি প্রথম বছর কিছুটা সস্নথগতিতে বিক্রি হলেও পরবতর্ী বছর বিক্রি বেড়ে যায় অসম্ভব দ্রম্নতগতিতে। বিলবোর্ড চার্টের দুই নম্বর আসনসহ গোল্ডেন সার্টিফিকেট তাদের ঝুলিতে জমা হয়। জেরেমি, ইভেন ফো, এলাইভসহ এ্যালবামের বেশ কিছু গল্প বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। এ্যালবামটি বিল চার্টে দুই বছর স্থায়ী ছিল। এরপর যথাক্রমে ভার্সেস, ভাইটালোজি, নো কোড, ইয়েলড, বিনোত্তরেল রিলিজ হয়। মাঝে ২০০০ সালের জুনে ডেনমার্কের রসকাইড ফেসটিভ্যালে ঘটে য়ায় এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় কনসার্টে আসা নয় তরম্নণ ভিড়ের চাপে পদদলিত হয়ে মৃতু্যরবণ করে। বর্তমানে তারা আগামী মে মাস হতে লুসিয়ানা, ডাবলিন, বেলফার্স্ট, লন্ডন, বার্লিন, লিসবনসহ বিশ্বের আরও কয়েকটি শহরে তাদের ওয়ার্ল্ড টু্যর শুরম্ন করেছে। য়
সালাউদ্দিন সাইফ

No comments

Powered by Blogger.