রাবির হল থেকে ককটেল হিটলিস্ট রড জিহাদী বই উদ্ধার

নবাব আব্দুল লতিফ হল থেকে একটি ককটেল, এক হাজার জিহাদী বই, ছাত্রলীগ কর্মীদের হিটলিস্ট এবং বিপুলসংখ্যক লোহার রড-লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রক্টরিয়াল বডি, হল ও পুলিশ প্রশাসন যৌথভাবে শিবির নিয়ন্ত্রিত ১৬টি কক্ষে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে। জানা গেছে, হল শাখা শিবির সভাপতি হাসমত আলী লিটনের ২০৩ নম্বর ক থেকে একটি তাজা ককটেল, হলে অবস্থানকারী নয় ছাত্রলীগ নেতাকর্মীর হিটলিস্ট, একটি স্টীলের আলমারি, শতাধিক জিহাদী বই, সংগঠনের ব্যবহৃত ৫৪টি রেজিস্টার খাতা, শিবিরের চাঁদা আদায়ের রসিদ এবং বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে স্থানীয় পুলিশ, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের তালিকাও রয়েছে। এছাড়া হলের ১২৬, ১২৭, ১৩৫, ১৪৮, ১৫৬, ১৫৮, ২০৫, ২১০, ২২০, ২২১, ২৪২, ৩১৮, ৩২৬, ৩৩৬, ৩৪৯ নম্বর ক থেকে ৭/৮শ' জিহাদী বই, বিপুলসংখ্যক লোহার রড, পাইপ ও লাঠিসোটা, লোহার ছোট বল ও গুল্টি উদ্ধার করা হয়। হল প্রাধ্য ড. মজিবুল হক বলেন, যারা এসব বেআইনী জিনিসপত্র হলে মজুদ করেছে তাদের বিরম্নদ্ধে হল প্রশাসন আইনী ব্যবস্থা নেবে। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর তালিকা তৈরি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদপে নেয়া হবে।

No comments

Powered by Blogger.