মানববন্ধন করে ফেরার পর হামলার শিকার ব্যবসায়ীরা!

রাজধানীর নীলক্ষেতের হজরত বাকুশাহ মার্কেটের কয়েকজন ব্যবসায়ী গতকাল শনিবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট কমিটির লোকজন সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করিয়েছেন।
তবে কমিটির লোকজন পাল্টা হামলার অভিযোগ করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি মার্কেট কমিটির লোকজন ব্যবসায়ীদের বেআইনিভাবে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে আদালতের আদেশও অমান্য করেছেন তাঁরা। এসব কিছুর প্রতিবাদে তাঁরা গতকাল বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষ করে নীলক্ষেতে নিজ নিজ দোকানে ফিরলে কমিটির লোকজন ও স্থানীয় কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে তাঁদের অন্তত পাঁচজন ব্যবসায়ী আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে হজরত বাকুশাহ মার্কেটের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ দাবিদার আসাদুজ্জামান বলেন, ‘ব্যবসায়ীরাই আমাদের ওপর হামলা করেছেন। তাঁরা জরুরি কাগজপত্র লুটপাট করেছেন।’

No comments

Powered by Blogger.