কারগিল যুদ্ধের সময় ভারতে রাত কাটিয়েছেন মোশাররফ!

১৯৯৯ সালের ২৮ মার্চ, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাসংলগ্ন এলাকায় কারগিল সংঘর্ষের অস্থিরতা তখন চরমে। ঠিক সেই পরিস্থিতিতেই গোপনে পাকিস্তানের সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতে ঢুকে এক রাত কাটিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
পাকিস্তানের সামরিক বাহিনীর প্রচার শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল আশফাক হুসেন এ দাবি করেছেন। সমপ্রতি এক টিভি অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছেন হুসেন। তবে এর আগে নিজের বই 'উইটনেস টু ব্লান্ডার : কারগিল স্টোরি আনফোল্ডস'-এও এ ঘটনা জানিয়েছিলেন তিনি। আর তাতেই পরিষ্কার, ভারতের চৌহদ্দির ১১ কিলোমিটার ভেতরে 'জিরকিয়া মুসতাকর' নামে এক জায়গায় রাত কাটান মোশাররফ।
হুসেনের দাবি, কারগিল যুদ্ধের কিছু দিন আগে থেকেই ভারতে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানিরা সেনারা। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ক্যাপ্টেন নদিম আলি ও হাবিলদার ললিক জানকে প্রথম ভারত অভিযানে পাঠায় পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ।
এরপর পাকিস্তান সেনারা তাদের নানা ইউনিটকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারত ভূখণ্ড দখলের নির্দেশ দিতে শুরু করে। ১৯৯৯ সালর ৩ মে এই অনুপ্রবেশ নজরে আসে ভারতীয় মেষপালকদের। তবে ইতিহাসের প্রথা মেনেই এ ইতিহাসও বিতর্কিত। পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছিলেন, কারগিল সংঘর্ষের সম্পর্কে কিছুই জানানো হয়নি তাঁকে। কিন্তু মোশাররফের দাবি ছিল, সময় থাকতেই পাকিস্তানি সেনাদের অভিযান সম্পর্কে জানানো হয়েছিল শরিফকে। অবশ্য হুসেনের দাবি, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ভূখণ্ড দখলের পুরো পরিকল্পনাই মোশাররফসহ আরো তিনজন সেনা কর্মকর্তার।
এদিন অবশ্য মোশাররফের গোপনে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকে 'সাহসী' পদক্ষেপ বলেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ভি কে সিং। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ভারতীয় চৌহদ্দিতে এসে, থেকে কিভাবে নিরাপদে ফিরে গেলেন মোশাররফ? ভারতের পক্ষ থেকে নিশ্চয়ই কিছু ভুল ছিল। সূত্র : আনন্দবাজার।

No comments

Powered by Blogger.