লাহোর হাইকোর্ট-ড্রোন হামলা বন্ধের দায়িত্ব সরকারের

পাকিস্তানের লাহোর হাইকোর্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলা বন্ধ করা সরকারের দায়িত্ব। পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলা দেশের নীতিবিরুদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকারকে যুদ্ধ শুরুর নির্দেশ দিতে পারেন না আদালত।
মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে দায়ের করা এক আবেদনের শুনানির সময় গত শুক্রবার লাহোর হাইকোর্ট এ মন্তব্য করেন। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।
জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ এ আবেদন করেছেন। লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেন, আদিবাসী এলাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ড্রোন হামলা বন্ধ করা পাকিস্তান সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, 'মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের নীতির পরিপন্থী। তাই বলে সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামার নির্দেশ দিতে পারেন না আদালত।' সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.