আগারগাঁও বস্তিতে আগুন

রাজধানীর আগারগাঁও বস্তিতে আজ রোববার দুপুর ১২টার দিকে আগুন লাগে। ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানান, এই বস্তিতে তিন শতাধিক ঘর আছে। সবগুলো ঘরই বাঁশের বেড়া ও টিনের চালার। আগুন ক্রমে প্রায় পুরো বস্তিতেই ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, বস্তিটির সামনে খোলা মাঠ হওয়ায় এবং বাতাস থাকায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.