এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা আজ সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত।
প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এক লাখ ১৬ হাজার ৪৬৫ জন কম। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭৩টি। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার, দাখিল পরীক্ষায় ২ লাখ ২৫ হাজার ও ভোকেশনাল পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৫ই মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৬ই মার্চ থেকে ১২ ই মার্চ পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩, যা গত বছরের চেয়ে কিছুটা বেড়েছে।

No comments

Powered by Blogger.