চিত্র বিচিত্রঃ কোমল পানীয়ে দাঁতের য়!

যেকোনো কিছু খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা ভালো। কেননা নিজেকে সুস্থ রাখতে হলে এটি করা  প্রয়োজন। তবে সতর্ক থাকার পরও আমরা প্রযোজনীয় তথ্য-উপাত্ত না থাকায় ভুল করে ফেলি। এতে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হই।
সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক কোমল পানীয় নিয়ে গবেষণা করে দেখেছেন এটি দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম তির কারণ হতে পারে। মিষ্টি পানীয় বিশেষত কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়ে এ তথ্য জানতে পারেন ।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াডের স্কুল অব ডেন্টিস্ট্রির শিার্থীরা ১৬৮০০ শিশুর উপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের অ্যামফিল্ড এই ফল প্রকাশ করে। তিনি বলেন, এসব মিষ্টি পানীয় বিশেষ করে কোমল পানীয় (সফট ড্রিংকস) শিশু ও বয়স্কদের দাঁতে রোগের সৃষ্টি করে। অ্যামফিল্ড বলেন, গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়ের অতি অম্লতা চিনির মতোই দাঁতে য় করে।

No comments

Powered by Blogger.